জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ দুপুরে মেলান্দহ উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন-চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। এছাড়া তারা গত জুলাই-আগস্টে ছাত্রদের উপর হামলার ঘটনাতেও জড়িত ছিলেন। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরন করা হবে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।