মেহেরপুরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০১ অপরাহ্ন
মেহেরপুরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৮

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ও চরগোয়ালগ্রামের দুই পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরও আটজন। এ সময় একটি দোকান ও পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বুধবার দুপুরে রামনগর গ্রামের তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হৃদয় চরগোয়াল গ্রামের সাহাদত আলীর ছেলে।  


প্রাথমিকভাবে জানা গেছে, রামনগর গ্রামের মিরা ইসলামের ছেলে সামিউল নতুন কেনা ট্রাক্টর নিয়ে চরগোয়াল গ্রামে গেলে ঈদগাহের গেটে ধাক্কা লাগে। এতে গেট ভেঙে গেলে স্থানীয়রা ট্রাক্টরের চাবি নিয়ে নেন। এ নিয়ে দুই পক্ষ জান্নাত মোটরসাইকেল ওয়ার্কশপে আলোচনায় বসলে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।  


সংঘর্ষ চলাকালে হৃদয় হোসেন মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চরগোয়াল গ্রামের লোকজন রামনগরে গিয়ে জান্নাত মোটরসাইকেল ওয়ার্কশপে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে দোকানসহ কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়।  


সংঘর্ষের খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ওসি বানি ইসরাইলের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  


মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, এটি শুধু ঈদগাহের গেট ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ নাকি এর পেছনে অন্য কোনো অভ্যন্তরীণ বিরোধ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।  


পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  


এদিকে, নিহত হৃদয় হোসেনের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অপরদিকে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।