রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি গ্রামে কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে হাজির হন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান।
তিনি তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বর পক্ষকে ৫হাজার জরিমানা করেন। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আলাদা থাকার মুচলেকা উভয় পক্ষ থেকে নেয়া হয়।
গোয়ালন্দ এসিল্যান্ড মো. আশরাফুর রহমান বলেন, এ ঘটনায় বাংলাদেশদ ণ্ডবিধির বাল্যবিয়ে নিরোধ আইনে বরের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।