প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৪৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা জনগণ মানবে না। তিনি বলেন, এমন পরিস্থিতিতে এনসিপি প্রতিবাদে সামনে থাকবে। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা তুলে ধরেন।