বিএনপি নেতার হাত থেকে পুরস্কার নিলেন আ'লীগ নেতা !

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৪ অপরাহ্ন
বিএনপি নেতার হাত থেকে পুরস্কার নিলেন আ'লীগ নেতা !

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম জাকির মোল্লা উপজেলার শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম মৃধাকে পুরস্কার তুলে দেওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাজাপুরের আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একই মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানেই বিএনপির নেতা হওয়া সত্ত্বেও জাকির মোল্লা আওয়ামী লীগের নেতাকে পুরস্কার তুলে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির এবং উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. মাসুম মৃধা। স্থানীয়রা জানান, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের সভাপতি ছিলেন মো. শাহজাহান মোল্লা। সরকার পরিবর্তন হওয়ার পর, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


এতদিন পর, অন্তবর্তীকালীন সরকারের অনুমতির পরে মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন হয় এবং সেখানে ক্ষমতার অপব্যবহার করে জাকির মোল্লা তার ইচ্ছেমত কমিটি গঠন করেন। এতে যিনি পূর্বে সভাপতি ছিলেন, তাকে বাদ দিয়ে অস্বাভাবিকভাবে স্কুলের কমিটি তৈরি করা হয়। তবে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অনুষ্ঠানকে ঘিরে অনেক টাকা সংগ্রহের অভিযোগ উঠে। স্থানীয়রা অভিযোগ করেন, জাকির মোল্লা আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা তুলে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এরপর এলাকায় ভয় দেখিয়ে তার ক্যাডার বাহিনী নিয়ে চাঁদাবাজি করেছে।


এবিষয়ে জাকির মোল্লা মন্তব্য করেন, “স্কুলের অনুষ্ঠানে আমি ও অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দিয়েছি। এটা কোনো খারাপ কাজ নয়, এটি একটি সাধারণ বিষয়।”