গোয়ালন্দে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই অক্টোবর ২০২২ ০৭:০৪ অপরাহ্ন
গোয়ালন্দে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই শ্লোগানকে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।


মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় জন্মদিন উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‍্যালি, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, উপজেলা হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  পুরস্কার বিতরণ ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডলসহ উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন, মো. রফিকুল ইসলাম ও নাসরিন আক্তার ইতি।