মাদারীপুরের ডাসার উপজেলায় মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মো. সাইদুল মাতুব্বর (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কমলাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে মো. সজীব (২৭) নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাইদুল মাতুব্বর ও তার সহযোগীরা তাকে লিবিয়ায় পাঠায়। লিবিয়ায় পৌঁছানোর পর ওই যুবক মাফিয়াদের হাতে আটক হন। এরপর দালাল চক্র সজীবের পরিবারের কাছে ভয়ভীতি প্রদর্শন করে দফায় দফায় ৩১ লাখ টাকা আদায় করে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা লাকী খানম বাদী হয়ে গত শনিবার ডাসার থানায় মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাইদুল মাতুব্বরসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, সাইদুল মাতুব্বর এই মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর আজ রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, সাইদুল মাতুব্বর ও তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও মানব পাচারের অভিযোগ রয়েছে। তবে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের না করায় তারা বারবার অপরাধের সুযোগ পেয়েছে।
মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের আওতায় এ মামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশের দাবি, দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।