বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন
বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রত্যন্ত পলিপ্রয়াগপুর গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার রীতি ফিরিয়ে আনতে এবং গ্রামের সাধারণ মানুষদের বাড়তি বিনোদন দিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।


শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর গ্রামে উৎসব মুখর পরিবেশে পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির আয়োজনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ১৫টি ঘোড়া অংশ নেয়। ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে সব বয়সের নারী-পুরুষ-শিশু আসতে থাকে। বিকেলে প্রতিযোগিতাস্থলে কয়েক হাজার মানুষের মিলন মেলা পরিণত হয়। 


সন্ধ্যায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক নেতা ও দিনাজপুর আয়কর আইনজীবী সমিতির নির্বাহী সদস্য শাহনেওয়াজ ফিরোজ শুভ। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


খেলায় এ ক্যাটাগরিতে প্রথম হয়েছে ঘোড়াঘাটের আবির, বি ক্যাটাগরিতে ঘোড়াঘাটের আনোয়ার হোসেন ও সি ক্যাটাগরিতে চিরিরবন্দরের শাহরিয়ার বিজয়ী হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, খেলা দেখার জন্য দুপুর থেকে এসে বসে আছি। খুব আনন্দ পেয়েছি। এতদিন শুধু বই পুস্তকে পড়েছি এবং শুনেছি। কিন্তু আজ নিজ চোখে দেখে খুব মজা পেয়েছি। 


প্রধান অতিথি বলেন, ঘোড়াদৌড়সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। পাশাপাশি আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে, গ্রামীণ জনপদের সাধারণ মানুষদের বাড়তি আনন্দ ও বিনোদন দিতে এবং ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে প্রতিবারের মতো এই বারও এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতে পৃষ্টপোষকতা পেলে আরও বড় ধরনের ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তিনি।