জয়পুরহাটের পাঁচবিবিতে "যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা" প্রতিপাদ্যে মা ও শিশু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলার ৭২ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের জন্য আয়োজিত দুই দিনের এ কর্মশালায় পুষ্টি ও শিশুর সংবেদনশীল উদ্দীপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. নাঈম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. লুৎফর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান নাসরিন লায়লাও এ কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, ও মানসিক বিকাশে যত্নের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের সুরক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।