ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা আজ রবিবার(২০ ডিসেম্বেবর)বেলা ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মামলা বাণিজ্য, আইনশৃঙ্খলা ভালরাখা, মাদকদব্র্য নিয়ন্ত্রন, স্বাস্থ্যসেবা, যানজট নিরসনে করনীয় বিষয়সহ উপজেলার সার্বিক আইন-শৃঙলার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়তের আমির এড. মনিরুজ্জামান,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বিউটি আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম, উপজেলা মৎস্য অফিসের মনিরুল ইসলাম, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ তফসির আহমেদ, ছাত্র প্রতিনিধি মো: ইফরান খান, আলিফ নাহিদ, মাহমুদুল ইসলাম খবির, রিয়াদুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।