বিরামপুরে পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৩:৪২ অপরাহ্ন
বিরামপুরে পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

দিনাজপুরের বিরামপুরে পূবালী ব্যাংক পিএলসির ৫০৬তম শাখার উদ্বোধন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মোড়ে মিজান মার্কেটের দ্বিতীয় তলায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান। তিনি বলেন, "বিরামপুরে পূবালী ব্যাংকের এই নতুন শাখা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকিং সেবা সহজলভ্য হওয়ার মাধ্যমে গ্রাহকরা তাদের আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে পারবেন।"  


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহুরা গ্রুপের চেয়ারম্যান আব্দুর হান্নান, বিরামপুর শাখার ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন সরকার, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  


নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া গ্রাহকদের জন্য সঞ্চয়, ঋণ প্রদান, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা সহজলভ্য হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।  


উল্লেখ্য, পূবালী ব্যাংক দেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ বেসরকারি ব্যাংক। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০০টিরও বেশি শাখা পরিচালনা করছে। বিরামপুরে নতুন শাখা যুক্ত হওয়ায় স্থানীয় গ্রাহকদের মধ্যে সাড়া পড়েছে।  


স্থানীয়রা এই শাখার উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে বলেন, "এটি এলাকার আর্থিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ করবে।"  


পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাখা থেকে দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা দেওয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। স্থানীয় অর্থনীতি এবং ব্যক্তিগত আর্থিক কার্যক্রমকে সমৃদ্ধ করতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।