নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৩:২৬ অপরাহ্ন
নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ হত্যার বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসী। রোববার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  


মানববন্ধনে নিহতের ছোট ভাই সামছু উদ্দিন অভিযোগ করেন, "হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনেকে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারাও প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, ‘খেলা হবে।’ আমরা প্রশাসনের কাছে দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"  


নিহতের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার এবং স্ত্রী খাদিজা আক্তার মানববন্ধনে আবেগঘন বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, এবং ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন।  


প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখল নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় নিজাম বাহিনীর সদস্য এবং মুছাপুর ও চরফকিরা ইউনিয়নের বিএনপির কিছু নেতার সম্পৃক্ততা রয়েছে।  


নিহত ইউনুস আলী চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন। হত্যার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  


স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এ ধরনের রাজনৈতিক সহিংসতার অবসান চেয়েছেন।