ইইউয়ের কড়া আইন নিয়ে কাতারের গ্যাস সরবরাহ বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ন
ইইউয়ের কড়া আইন নিয়ে কাতারের গ্যাস সরবরাহ বন্ধের হুমকি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রম ও পরিবেশ আইনকে কেন্দ্র করে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।  


রোববার (২২ ডিসেম্বর) ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে সাদ আল কাবি বলেন, ইইউ নতুন শ্রম ও পরিবেশগত আইন চাপিয়ে দিলে কাতার তাদের গ্যাস সরবরাহ বন্ধ করবে। তার মতে, এই আইন কাতারের রাজস্বের বড় ক্ষতি করতে পারে।  


চলতি বছর ইইউ কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস করেছে। এই আইনে ইউরোপীয় প্রতিষ্ঠানের শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর জরিমানা নির্ধারণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।  


কাতারের দাবি, এই আইন তাদের জ্বালানি খাতের উপর বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। সাদ আল কাবি বলেন, "ইউরোপে আমাদের অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারালে আমি ইউরোপেই যাব না। এটি জনগণের অর্থ এবং এমন ক্ষতি কাতার কখনও মেনে নেবে না।"  


এছাড়াও তিনি ইইউকে এই আইনটি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, "আমরা হুমকি দিচ্ছি না, বরং বাস্তবতা তুলে ধরছি।"  


বিশ্বের শীর্ষ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রফতানিকারক দেশের মধ্যে অন্যতম কাতার। তবে যুক্তরাষ্ট্রের তরলীকৃত গ্যাস রপ্তানির সীমা তুলে নেওয়ার উদ্যোগে কাতার কোনও উদ্বেগ দেখায়নি। বরং ২০২৭ সালের মধ্যে কাতার তাদের গ্যাস তরলীকরণ ক্ষমতা ৭৭ মিলিয়ন টন থেকে ১৪২ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।  


ইইউয়ের নতুন আইন নিয়ে কাতারের কড়া অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি এশিয়া ও ইউরোপে গ্যাস সরবরাহের চ্যালেঞ্জকে আরও জটিল করতে পারে।