ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৫:২৩ অপরাহ্ন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

ঝিনাইদহে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে আগ্রহ বৃদ্ধি এবং কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  


সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু।  


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সহযোগী অধ্যাপক নাজিয়া আফরিন।  


ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  


গত শনিবার শুরু হওয়া এই প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মানসম্মত প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি এবং সাংবাদিকদের কাজের দক্ষতা উন্নত করা।  


প্রশিক্ষণ শেষে আয়োজকরা সাংবাদিকদের পেশাগত জীবনে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকতায় আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।