কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দ্বারা গৃহপালিত গরু আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা ও গরুর মালিক আবদুর রহিম, ফজল করিম, জসিম উদ্দিন, ও মো. শফিউল্লাহ জানান, গত ১৫ ডিসেম্বর তাদের চারটি গৃহপালিত গরু জমিনে খাবার খাওয়ার সময় বিজিবি সদস্যরা আটক করে টেকনাফ কাস্টমস অফিসে জমা দেয়। গরু ফেরত পেতে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও কোনো সমাধান পাননি। অভিযোগ করা হয়, কাস্টমস অফিস গরু ছাড়িয়ে নিতে দুই লাখ টাকা দাবি করে।
ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, "গরু ছাড়িয়ে আনতে আমরা সব চেষ্টা করেছি। কিন্তু কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।"
সড়ক অবরোধের কারণে শত শত গাড়ি আটকা পড়ে, এবং সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। অবশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন জানান, "অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।"
এদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর দাবি, তাদের গৃহপালিত গরু দ্রুত ফেরত দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন হয়রানি বন্ধ করা হোক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।