বিএমপি’র অভিযানে চুরি যাওয়া ট্রাকসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৭:১৩ অপরাহ্ন
বিএমপি’র অভিযানে চুরি যাওয়া ট্রাকসহ দুইজন আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার একটি চৌকস আভিযানিক টিম চুরি যাওয়া একটি ড্রাম ট্রাক উদ্ধার এবং দুইজনকে আটক করেছে। সোমবার বিএমপি মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এর দিক-নির্দেশনা এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও উত্তর) এর পরিকল্পনায় এয়ারপোর্ট থানার এসআই মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।


২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় গাজীপুর মহানগর গাছা থানার ইউনিক গার্মেন্টস এর সামনে অভিযান চালিয়ে চুরি যাওয়া ড্রাম ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত দুইজন মো. নাজমুল হাসান (২৫) এবং মো. শরীফ হাওলাদার (২১) কে আটক করা হয়।


আটক নাজমুল হাসান বরিশালের পূর্ব রহমতপুর এলাকার আউয়াল ও বিউটি বেগমের ছেলে। অপরদিকে শরীফ হাওলাদার পশ্চিম রহমতপুর এলাকার হুমায়ূন কবির ও ফরিদা বেগমের ছেলে।


জানা গেছে, ১৫ ডিসেম্বর বরিশাল কাশিপুর হাই স্কুল সংলগ্ন ট্রাক টার্মিনাল থেকে ড্রাম ট্রাকটি চুরি হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ চুরি যাওয়া ট্রাকের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে উদ্ধার অভিযানের মাধ্যমে ট্রাকটি উদ্ধার করে।


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।