এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৭:৪২ অপরাহ্ন
এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে সোমবার বিকেলে এক জনসভায় বক্তব্য দিয়েছেন। তিনি দেশের বিভক্তি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, "আমরা একটা সুযোগ পেয়েছি। সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই, আসুন, এই সুযোগ আমরা কাজে লাগাই এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি।"


তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেন, "তিনি জনগণকে বোকা বানিয়ে তিনটি নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। কিন্তু কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে হাসিনা এবং তার পরিবারকে পালিয়ে যেতে হয়েছে, তা দেখতে হয়েছে।" তিনি আরও বলেন, "যেই নেত্রী বলেছিলেন ‘আমি পালাই না’, আজ সেই নেত্রীই দেশের বাইরে পালিয়ে গেছেন।"


মির্জা ফখরুল হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচারের অভিযোগও করেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যাচারের বিষয়টি নিয়ে। তিনি বলেন, "আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই একসাথে বসবাস করি।"


একাত্তরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "একাত্তর আমাদের স্বাধীনতার জন্ম দিয়েছে, এবং সেই স্বাধীনতা কখনও ভুলে যাওয়া যাবে না।" তিনি দেশের উন্নতির জন্য ছাত্র-জনতাকে ধন্যবাদ জানান এবং বলেন, "তাদের যাঁরা ১৫ বছর লড়াই করেছেন, তাদের জন্য আমাদের আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।"


বিএনপির সংস্কার প্রস্তাবের কথাও তুলে ধরে তিনি বলেন, "আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমাদের দেশে শান্তি, সস্তা দ্রব্য মূল্য, এবং ঘুষবাজি না হওয়ার পরিবেশ চাই।" তিনি এই সংস্কারের মাধ্যমে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কথা বলেন।


এদিনের সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য সহ দলের অন্যান্য নেতারা।