ধামইরহাটে শ্রমিক দলের নতুন উপজেলা ও পৌর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৫:২০ অপরাহ্ন
ধামইরহাটে শ্রমিক দলের নতুন উপজেলা ও পৌর কমিটি গঠন

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা, পৌরসভা, এবং ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


নবগঠিত উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. মেহেরুল হাসান, এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ নির্বাচিত হন। একইসঙ্গে পৌর শ্রমিক দলের সভাপতি পদে আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবু হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন নির্বাচিত হন।  


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইব্রাহিম হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা ও সমাজসেবক মো. হানজালা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাজেদা বেগম, এবং নবনির্বাচিত পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ।  


আলোচনা সভায় বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা শক্তিশালী করার উপরও গুরুত্বারোপ করেন।  


উল্লেখ্য, নতুন কমিটির মাধ্যমে ধামইরহাটে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।