নওগাঁর সুমনের মৃত্যু ঘিরে রহস্য: ফেসবুক লাইভে বাঁচার আকুতি, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ১৮ই নভেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ন
নওগাঁর সুমনের মৃত্যু ঘিরে রহস্য: ফেসবুক লাইভে বাঁচার আকুতি, তদন্ত চলছে

নওগাঁর পত্নীতলা উপজেলার এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। নিহত যুবকের নাম সুমন হোসেন (২২), তিনি বিল ছাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। সোমবার রাতে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনার কিছু আগে সুমন ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানিয়েছিলেন। রাত ১০টার দিকে তার এক বন্ধু রুহুল আমিনকে ফোন করে সুমন জানিয়েছিলেন, “ভাই, আমাকে বাঁচাও। বুলবুল নামে এক ব্যক্তি আমাকে মারার জন্য ধাওয়া করছে, তার সাথে আরো কয়েকজন আছে। তারা আমাকে চাকু দিয়ে আক্রমণ করতে পারে। আমাকে বাঁচানোর উপায় বলো।” ফোনে সুমন আরও বলেছিলেন, “বুলবুল আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে, আমি টাকা দিতে পারবো না, আমাকে মেরে ফেলে দিবে।” কিছুক্ষণ পর, সুমন নাপিত পকুরা এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 


স্থানীয়রা জানান, সুমন একটি কম্পিউটার ও ফটোকপির দোকান চালাতেন। ফেসবুক লাইভে তিনি জানান, বুলবুল নামের একজন তার কাছে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল, কিন্তু পরে সেই টাকা থেকে ১০ লাখ ৪৫ হাজার টাকা দাবি করতে থাকে। সুমন লাইভে দাবি করেন, তার মৃত্যুর জন্য বুলবুল দায়ী।


এদিকে, পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, "আমরা সুমনের ফেসবুক আইডি ও তার অভিযোগের সত্যতা যাচাই করছি। তার হত্যাকাণ্ডে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো কারণ জড়িত ছিল কিনা, তা অনুসন্ধান করা হচ্ছে।" 


পত্নীতলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মারুফ মোস্তফা সুমনের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন। তিনি জানান, সুমন ফেসবুক লাইভে ছাত্র জনতার কাছে বিচার চেয়েছিলেন, এরপর তার মৃত্যু ঘটেছে। 


এখন পর্যন্ত সুমনের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।