পাঁচবিবি সীমান্তে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ১২:৫৫ অপরাহ্ন
পাঁচবিবি সীমান্তে মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাঁচবিবি সীমান্তে মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীন বাংলা ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  


উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। অনুষ্ঠানে তিনি বলেন, "মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় আমরা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে কাজ করছি।"  


এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, এবং ধরঞ্জী ইউপি বিএনপির সাবেক সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ।  


ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নন্দইল একাদশ হাটখোলা একাদশকে (৫-৪) গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা সমাপ্ত না হওয়ায় রেফারি ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করেন।  


খেলা দেখতে মাঠে নারী-পুরুষসহ ছোট-বড় দর্শকদের উপচেপড়ানো ভিড় ছিল। মাদক বিরোধী এই উদ্যোগ যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।