নেছারাবাদে ‘আরামকাঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: হাবিবুল্লাহ, নিজস্ব প্রতিনিধি - নেছারবাদ
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন
নেছারাবাদে ‘আরামকাঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে 'আরামকাঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ' এর ২২তম সাধারণ সভা। শনিবার সকালে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।  


সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম উজ্জ্বলসহ স্থানীয় গুণী ব্যক্তিরা।  


এতে সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সমিতির গত বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সমবায় সমিতির লক্ষ্য মূলত স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বিতা নিশ্চিত করা।  


সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত সবার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য প্রদর্শন উপস্থিত সকলকে মুগ্ধ করে।  


প্রধান অতিথি ইউএনও মো. মনিরুজ্জামান তার বক্তব্যে সমবায় সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং এর উন্নয়নে আরও সহায়তা করার আশ্বাস দেন। তিনি বলেন, "সমবায় প্রতিষ্ঠানগুলি স্থানীয় সমাজে বড় ভূমিকা রাখতে পারে এবং এমন উদ্যোগগুলো সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"  


এই সভার মাধ্যমে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।