ঘোড়াঘাটে সার পাচারের দায়ে কৃষকসহ ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ০৯:২১ অপরাহ্ন
ঘোড়াঘাটে সার পাচারের দায়ে কৃষকসহ ৪ জনকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে শুক্রবার (১৫ নভেম্বর) একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৬ বস্তা অবৈধ সার জব্দ করেছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার।


গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাণীগঞ্জ বাজার ও ডুগডুগিহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় সারের পাচারের দায়ে এক কৃষককে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কৃষক জয়পুরহাট জেলার বাসিন্দা এবং তিনি ডিএপি, টিএসপি ও এমওপি সারের ২৬ বস্তা পাচারের জন্য যাচ্ছিলেন। কৃষককে আটক করে জব্দকৃত সার স্থানীয় শফিক নামে এক সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।


অন্যদিকে, সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার রানীগঞ্জ বাজারের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা, ডুগডুগিহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বোরহান ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার জানান, “সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা সরকারের নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রয় করে এবং মেয়াদোত্তীর্ণ বা অগ্রিম বিক্রয় নিষিদ্ধ করে।”


এছাড়া তিনি আরও জানান, “এ উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রির প্রচেষ্টায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”


এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান এবং থানার এসআই কাজল রায়সহ পুলিশের একটি চৌকস দল।


ঘোড়াঘাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে প্রশাসন জানিয়েছে, যাতে কৃষকদের স্বার্থ রক্ষা করা যায় এবং কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।