জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৫:৪০ অপরাহ্ন
জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই হিন্দু পরিবারের জমির বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। তাঁর বিরুদ্ধে জমি লিখে নেওয়ার জন্য হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে। তবে বিএনপি নেতার পক্ষ থেকে এসব অভিযোগ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করা হয়েছে। 


শনিবার (১৬ নভেম্বর) কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাফিজুর রহমান চুন্নু জানান, জমির বিরোধের স্থায়ী সমাধানে তিনি এবং পুলিন চন্দ্র হাওলাদার যৌথভাবে একটি সালিশ বৈঠক করেছিলেন। এতে সিদ্ধান্ত হয়, বিরোধীয় জমি তৃতীয় পক্ষকে চাষাবাদ করার জন্য দেওয়া হবে। তিনি বলেন, "খোকন মন্ডলের পরিবারকে দেশ ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।" 


পুলিন চন্দ্র হাওলাদার দাবি করেন, তাদের জমির রেকর্ড সংক্রান্ত বিষয়টি ভুলবশত আরএস খতিয়ানে অন্য নামে রেকর্ড হয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, কলাপাড়া ভূমি অফিসের তহশিলদার গোলাম মোস্তফা তার কাছ থেকে উৎকোচ দাবি করেন এবং পরে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। তবে, তহশিলদার গোলাম মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি মিথ্যা ও বানোয়াট। আমি সত্য প্রতিবেদন দিয়েছি, আর তাঁরা ক্ষুব্ধ হয়ে এসব বলছেন।" 


এদিকে, খোকন মন্ডল জানান, তার জমির মালিকানার সমস্ত কাগজপত্র ঠিক আছে এবং তিনি খাজনা পর্যন্ত পরিশোধ করেছেন। তিনি অভিযোগ করেন, "বিএনপি নেতা হাফিজুর রহমান আমাদের পাশে দাঁড়ানোর বদলে মিথ্যা অভিযোগ করেছেন।"


এ ঘটনার পর কলাপাড়ায় নানা জল্পনা সৃষ্টি হয়েছে, যা স্পষ্ট করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।