নওগাঁয় বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন, অতঃপর গণঅভ্যুত্থানে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন
নওগাঁয় বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন, অতঃপর গণঅভ্যুত্থানে যেতে হবে

নওগাঁয় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় অহিংস গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ করার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। ২৫ নভেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য ওই সদস্যরা নওগাঁ শহরের মাস্টার পাড়া থেকে সদস্য সংগ্রহ করছিলেন। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ জানায়, কিছুদিন আগে নওগাঁ শহরের মাস্টার পাড়ায় "মানবতা কৃষি সমবায় সমিতি লিমিটেড" নামে একটি অফিস খোলেন লতা বানু নামে এক নারী। এখানে তারা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর এবং আবেদন ফর্মে স্বাক্ষর সংগ্রহ করছিলেন। সদস্যদের কাছে তারা আশ্বাস দিচ্ছিলেন যে, ২৫ নভেম্বর ঢাকায় শাহবাগে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে "অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা" নামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবি তোলা হবে। 


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানার পর পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। শহরের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় লতা বানু, মো. রোমেল, কেয়া আখতার এবং আদরী বানু। এরপর তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়।


এ ঘটনায়, হাপানিয়া থেকে সদস্য হতে আসা এক নারী, শেফালী বেগম, জানান, তারা শুনেছেন এখানে সুদবিহীন ঋণ দেওয়া হবে, তাই সদস্য হতে ছবি ও ভোটার আইডি জমা দিতে এসেছেন।


নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি প্রতারণার কর্মকাণ্ডের বিষয়ে জানার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তারা সমবায় অফিসের লাইসেন্স নিয়ে মানুষকে প্রতারণা করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে এবং সংশ্লিষ্ট সমবায় অফিসার বাদী হয়ে একটি মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জানান, আটককৃতরা ঢাকায় গণজমায়েতের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ করছিল। আমরা তাদের কাছ থেকে সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা করছি এবং তদন্ত চলছে।