গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ০৬:০২ অপরাহ্ন
গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এই র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে থানা চত্বরে এসে শেষ হয়।  


এ সময় র‍্যালির শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলীর তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। তিনি বলেন, "৭ নভেম্বর ছিল দেশের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা, যেখানে সিপাহী-জনতা একত্রিত হয়ে গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার সংগ্রামে অবদান রাখে।"  


এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স। বক্তারা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর ঐক্য ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন।  


র‍্যালিতে সহস্রাধিক বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং তারা দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় আরও আন্দোলন করার অঙ্গীকার ব্যক্ত করেন।