মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক আটককৃত ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকাল ৪টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি থেকে বিজিবি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির সমন্বিত প্রচেষ্টা এবং আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ফেরত আনা সম্ভব হয়েছে।
এর আগে, ৫ নভেম্বর বিকালে ২০ জন বাংলাদেশী জেলে মাছ ধরার উদ্দেশ্যে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিন চালিত নৌকায় বঙ্গোপসাগরে বের হন। তাদের একটি নৌকা ভুলবশত মায়ানমারের জলসীমায় ঢুকে পড়লে, আরাকান আর্মি তাদের আটক করে। ওই সময় আটক জেলেদের নিয়ে যাওয়া হয় মায়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায়।
বিজিবি’র আশ্বাস ও দুঃসাহসিক প্রচেষ্টার মাধ্যমে, এবং আরাকান আর্মির সাথে যোগাযোগের পর, আটককৃত ২০ জন জেলেকে ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে টেকনাফের বিভিন্ন এলাকাসহ মহেষখালী ও উখিয়া উপজেলার বাসিন্দারা আছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত জেলেরা হলেন- শাহপরীরদ্বীপের শাহ আলম, আসমত উল্লাহ, আবদুস শুক্কুর, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হাশিম, এবং আরও অনেকে। তাদের সকলকে বিজিবি নিজস্ব ব্যবস্থাপনায় স্বজনদের হাতে হস্তান্তর করেছে।
এদিকে, বিজিবির এই সাফল্যের জন্য স্থানীয় বাসিন্দা ও জেলেরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বিজিবির অব্যাহত প্রচেষ্টার ফলে তারা নিজেদের পরিবারের কাছে ফিরে এসেছে, যা তাদের জন্য এক বিরাট স্বস্তির বিষয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।