নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে খামারি থেকে ৭টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ১২:১৬ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে খামারি থেকে ৭টি গরু চুরি

নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে খামারি সিরাজুল ইসলামকে জিম্মি করে তার খামার থেকে ৭টি বিদেশী গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার বিষ্ণপুর এলাকার বরবড়িয়া গ্রামে সিরাজুল ইসলামের খামারে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি তার খামারে ৮টি বিদেশী জাতের গরু রেখে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে, পুলিশ পরিচয়ে ৮-১০ জনের একটি চোরের দল তাকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তার খামারের ৩টি গাভী ও ৪টি বাছুর নিয়ে যায়।  


এ ঘটনায় সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সালাম বুধবার দুপুরে রাণীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তাদের খামারে ১০ লাখ টাকার বেশি মূল্যের গরু ছিল, যা চুরি হয়ে গেছে। সালাম বলেন, "আমরা গরুগুলো উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সাহায্য চাই। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।" 


এদিকে, স্থানীয়রা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি ডাকাতি বা বড় ধরনের অপরাধের আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেন, পুলিশ পরিচয়ে এই ধরনের ঘটনা ঘটানো নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং গরুগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।