ঝিনাইদহে এক যুবকের বিরুদ্ধে দুই তরুণীর বিয়ের দাবি: অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ন
ঝিনাইদহে এক যুবকের বিরুদ্ধে দুই তরুণীর বিয়ের দাবি: অনশন চলছে

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে শাহীন নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে দুই তরুণী একসঙ্গে অনশন শুরু করেছেন। শনিবার (২ নভেম্বর) রাত ৭ টার দিকে এ ঘটনা ঘটে, যা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।


তরুণী রুনা জানান, তার এবং শাহীনের মধ্যে দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুই পরিবারও বিয়েতে রাজি ছিলেন। তবে সম্প্রতি শাহীন ধর্ষণ মামলায় আসামি হয়ে পড়লে রুনার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়। ফলে রুনা পরিবারের চাপের কারণে বাড়ি থেকে পালিয়ে এসে শাহীনের বাড়িতে অবস্থান করছেন।


অন্য তরুণী সাদিয়া দুই মাস আগে শাহীনের সঙ্গে সম্পর্ক গড়েছেন। তিনি বলেন, “শাহীন আমাকে বিয়ের জন্য বাড়িতে আসতে বলেছিল। কিন্তু এখন সে আমাকে অগ্রাহ্য করছে।” সাদিয়া জানিয়েছেন, শাহীনই তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা বিয়ে করবে।


এলাকাবাসী এই ঘটনার প্রেক্ষাপটে ক্ষুব্ধ। তারা বলছেন, শাহীন দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে প্রতারণা করে আসছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, শাহীনকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে।


স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার বলেন, “এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। দুই তরুণীর দাবি সমাধান করা উচিত।” তিনি আরও জানান, তারা সামাজিকভাবে একত্রিত হয়ে সমস্যার একটি সমাধান খুঁজে বের করবেন।


রুনা তার অনশনে বলেন, “আমি শাহীনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আমার পরিবার বাধা দিচ্ছে, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ।” সাদিয়া জানিয়েছেন, “আমি আমার অধিকার আদায় করতে এখানে এসেছি।”


এ ঘটনার ফলে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত পরিস্থিতির একটি সঠিক সমাধান হবে। তারা মনে করেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। 


শাহীন এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী আশা করছেন, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং তরুণীদের অধিকার রক্ষা করা হবে।