নওগাঁর বদলগাছীতে তিন দস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ২রা নভেম্বর ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে তিন দস্যু গ্রেফতার

নওগাঁর বদলগাছী উপজেলায় দুধকুড়ি এলাকা থেকে তিন দস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন খাদাইল গ্রামের হেলাল হোসেন (৪২), নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন (৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী গ্রামের কালাম তালুকদার (৩৬)। জানা গেছে, হেলাল মূলত নওগাঁ ও জয়পুরহাটের দস্যুতা চক্রের নেতা।


শুক্রবার ভোরে এই দস্যুরা দুধকুড়ি এলাকায় ইজি বাইকের যাত্রী হিসেবে উপস্থিত হয়ে চালক খলিলুর রহমানকে চাকুর ভয় দেখিয়ে জোরপূর্বক তার বাইক ছিনিয়ে নেয়। তারা খলিলুরকে রশি দিয়ে বেঁধে ধানের ক্ষেতে ফেলে দেয়। তাঁর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দস্যুদের ঘিরে ফেলে। 


র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে তিন দস্যুকে গ্রেফতার করে, তবে অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয় এবং দস্যুতার কাজে ব্যবহৃত রশি ও চারটি চাকুও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা রুজু করা হয়েছে। 


এ ঘটনার মাধ্যমে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে র‌্যাবের কার্যক্রমে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। নিরাপত্তার অভাব দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগ সাধুবাদ পেয়েছে। 


— রিফাত হোসাইন সবুজ, নওগাঁ।