রাণীনগরে অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে হামলা, ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৭:৩১ অপরাহ্ন
রাণীনগরে অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে হামলা, ৫ জন আহত

নওগাঁর রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের এই ঘটনাটি ঘটেছে উপজেলার চক পারইল গ্রামে।


আহতদের মধ্যে রয়েছে চক পারইল গ্রামের শহিদুল ইসলাম (৫০), সাফিয়া (৪৫), কিরন মালা (৩০), রায়েজিদ (৪৩) ও শাকিব (১৮)। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল ও রায়হানসহ কয়েকজনের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে শহিদুলের পরিবারের লোকজনকে মারধর করা হয়। এর পর সন্ধ্যায় শহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


থানায় অভিযোগ করার পর বাদীসহ অন্যান্যরা যখন বাড়ি ফেরার পথে পৌঁছান, তখন প্রতিপক্ষের ১০-১৫ জনের একটি দল রাস্তায় তাদের পথরোধ করে রড ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে তারা গুরুতর আহত হন।


ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, “প্রতিপক্ষরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”


এদিকে, মারধরের অভিযোগ অস্বীকার করে রায়হান বলেন, “আমরা কাউকে মারধর করিনি। সেখানে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।”


রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।” এই ঘটনার ফলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।


এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছে স্থানীয় জনগণ, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।