লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যা: স্বামী ও ভাসুরকে আটকেছে জনতা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - লক্ষ্মীপুর
প্রকাশিত: সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ ০২:০৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যা: স্বামী ও ভাসুরকে আটকেছে জনতা

লক্ষ্মীপুরের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে তার স্বামী রাজু (২৫) এবং ভাসুর বাবলুকে (২৭) আটক করে পুলিশ।


সকালে গ্রামবাসীরা ফাতেমার মরদেহ একটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ফাতেমার স্বজনরা অভিযোগ করেন, ভোরের দিকে গৃহবধূর মরদেহ পুকুরে ফেলা হয়েছে এবং তার গলায় আঘাতের চিহ্ন ছিল। 


ফাতেমা মোহাম্মদনগর গ্রামের মৃত সাইফুল্লাহ মওলানার মেয়ে। তার স্বামী রাজু সিএনজি অটোরিকশা চালক এবং তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জানা যায়, রাজুর আরো একটি স্ত্রী রয়েছে, যা তাদের সংসারে অশান্তি বৃদ্ধি করেছে। 


ফাতেমার স্বজনরা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে রাজু যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিল। পাঁচ বছর আগে তাদের বিয়ের পর থেকে নানা কারণে তাকে অত্যাচার করা হতো। পরিস্থিতির অবনতি ঘটলে ফাতেমাকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে জমি বিক্রি করা হয়। কিন্তু বিদেশ থেকে ফিরে এসে রাজু ফের তার ওপর নির্যাতন শুরু করে।


ফাতেমার স্বজনরা দাবি করেছেন, এই ঘটনা যৌতুকের জন্য নির্যাতনের চূড়ান্ত পরিণতি। সোমবার ভোরে পুকুরে মরদেহ পাওয়ার পর রাজু ও বাবলুকে শ্বশুরবাড়ির লোকজন ধরে রাখে এবং পরে পুলিশকে খবর দেয়। 


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তথ্য অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 


এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিচার ও ন্যায়ের দাবি জানিয়েছেন।