বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার পতনের দাবিতে রাজপথে নামা ছাত্র-জনতার ওপর গুলি চালানো জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেলকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন রুবেল। সেদিন আন্দোলনকারীরা সরকারের বৈষম্যমূলক নীতি ও দমনপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। হঠাৎ করে রুবেল দুহাতে দুটি পিস্তল নিয়ে বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুবেল অত্যন্ত সুনিপুণভাবে দুটি পিস্তল দিয়ে গুলি চালাচ্ছিলেন এবং ছাত্র-জনতা প্রাণ বাঁচাতে ছুটছিলেন। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
র্যাব জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, অবৈধ অস্ত্র রাখা এবং হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের ধরতে আরও অভিযান চালানো হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।