অস্ট্রেলিয়ার দাপটে সিরিজ হারল ভারত !

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার দাপটে সিরিজ হারল ভারত !

সিডনি টেস্ট শেষ হলো মাত্র তিন দিনেই। দ্বিতীয় দিনের খেলা শেষে ফলাফল কেবল সময়ের অপেক্ষা ছিল। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ৬ উইকেটে হারল ভারত, সিরিজও হারাল ৩-১ ব্যবধানে। ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবার বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল তারা।  


দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৪১। রবিবার সকালে মাত্র ১৬ রান যোগ করতেই শেষ চার উইকেট হারিয়ে ফেলে দলটি। রবীন্দ্র জাডেজা (১৩), ওয়াশিংটন সুন্দর (১২), মোহাম্মদ সিরাজ (৪) এবং জসপ্রিত বুমরাহ (০)-এর দ্রুত বিদায়ে ভারতের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭ রানে। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।  


তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ড ম্যাচে অসাধারণ পারফর্ম করেন। দ্বিতীয় দিনে ৪ উইকেট নেওয়ার পর শেষ ইনিংসেও তিনি শিকার করেন আরও ২ উইকেট। অস্ট্রেলিয়ার অনুপস্থিত মূল পেসারদের অভাব পূরণ করে এই ম্যাচে বোল্যান্ড দুই ইনিংসে নেন ১০ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্সও তুলে নেন ৩টি উইকেট। একটি উইকেট দখল করেন ওয়েবস্টার।  


ভারতের ব্যর্থতার তালিকায় ছিল জসপ্রিত বুমরাহের চোট। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের পর পিঠের ব্যথার কারণে মাঠ ছাড়েন বুমরাহ। বোলিংয়ে আর ফেরেননি। আজ সকালে ব্যাটিংয়ে নামলেও ফিল্ডিংয়ে তাকে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে প্রসিধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করলেও ১৬২ রানের লক্ষ্য থামাতে পারেননি।  


এক সময় ৫৮ রানে ৩ উইকেট ফেলে কিছুটা চাপে ফেলে দেয় ভারত। তবে উসমান খাজা এবং ট্র্যাভিস হেডের চতুর্থ উইকেটের ৪৪ রানের জুটিতে সেই চাপ উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। পরে হেড এবং ওয়েবস্টারের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে নিশ্চিত হয় তাদের সহজ জয়। হেড করেন ৩৮ বলে ৩৪ রান, আর ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।  


ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন স্কট বোল্যান্ড। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।