সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে নাসিক ২নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় ঘটে এই হামলা, যেখানে এক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। হামলায় একজন গুরুতর আহতসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিক ২নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সানারপাড়া, মৌচাক, সাইনবোর্ডসহ আশেপাশের এলাকায় চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন তারা। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশরাফুল ইসলাম চৌধুরী ও তার কর্মীদের প্রতিবাদের প্রতিশোধ নিতে, বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা কম্পিউটার সেট, প্রিন্টার মেশিন ও ক্যাশ টেবিল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ক্যাশের ভিতর থাকা ১ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়, যার ক্ষতির পরিমাণ ১ লাখ ৫৩ হাজার টাকা।
বিক্ষুব্ধ জনতার প্রতিবাদে হামলাকারীরা পালিয়ে যায়, কিন্তু দুপুর দেড়টার দিকে আবারো ফিরে এসে মিজমিজি মৌচাক ক্যানালপাড় এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মায়ের গলার স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, ‘‘বুধবার রাতে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের কর্মীদের কাছে চাঁদা দাবি ও হুমকি-ধমকির বিষয়গুলো জানায়। আমরা তাদের চাঁদা দিতে নিষেধ করেছি, ফলে তারা ক্ষুব্ধ হয়ে আজ হামলা চালিয়েছে।’’
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ‘‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
আহত আশরাফুল ইসলাম চৌধুরী ও তার সহকর্মীদের চিকিৎসা চলছে এবং ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।