হিলিতে শিক্ষা সহায়তার চেক পেলেন ১১৩ আদিবাসী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪ ০৭:১২ অপরাহ্ন
হিলিতে শিক্ষা সহায়তার চেক পেলেন ১১৩ আদিবাসী শিক্ষার্থী

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা সহায়তার আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজ সেবা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই অনুদান আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারির পক্ষ থেকে এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজেলা চেয়ারম্যান রুপলাল টপ্প্য, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা জানান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় মোট ১১৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে প্রতিজন ২০৬১ টাকা করে মোট ২,৩৩,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন একজন উপকারভোগী শিক্ষার্থী, যিনি বলেন, “সরকারি এই অনুদান আমাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের পড়াশোনার জন্য সাহায্য করবে এবং আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”


উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা আরও বলেন, “এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে। আমরা আশা করি, এই অনুদান তাদের শিক্ষাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”


এছাড়া, উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগে সরকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে সহায়তা প্রদানের আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছিল স্পষ্ট, এবং তাঁরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের সহায়তা আরও ব্যাপকভাবে প্রদান করা হবে।