নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানায় তৃতীয় দফায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত কারখানার পূর্ব পাশের কাঁটাতার ভেঙে কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে শুরু করে। তারা কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয় এবং পরে লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।
এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর গাজী টায়ার্স কারখানায় প্রথম দফায় লুটপাট ও অগ্নিসংযোগ হয়। ওই সময় কারখানার বিভিন্ন অংশ পুড়ে যায় এবং বিশাল ক্ষতি হয়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফায় লুটপাট ও আগুন লাগানো হয়। সেই ঘটনার পর কারখানার ৫ ও ৬ তলা ধসে পড়ে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হয়।
শুক্রবারের ঘটনায়, দুর্বৃত্তদের একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়, যা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। নিরাপত্তাকর্মী ইয়াকুব জানান, বিকেলের দিকে পেছন দিক দিয়ে কিছু লোক কারখানায় প্রবেশ করে। তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের মধ্যে একজন আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা জোনায়েদ আহমেদ বলেন, আগুনের ধোঁয়া দেখে তিনি দৌড়ে এসে দেখেন যে ৪০ থেকে ৫০ জন লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তিনি এবং কিছু স্থানীয় বাসিন্দা তাদের আটকানোর চেষ্টা করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২৫ আগস্টের আগুন লাগার ঘটনায় প্রায় ১৮৭ জন নিখোঁজ ছিল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ভবনের ৫ ও ৬ তলা ধসে পড়ায় উদ্ধার অভিযান সম্পূর্ণ করতে পারা যায়নি।
এই সাম্প্রতিক হামলার ফলে কারখানার পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের শনাক্তকরণের এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।