দিনাজপুরের হাকিমপুর হিলিতে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ৩০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসিমেয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে (প্রতি জনকে) ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩০ জন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বুলুসহ আরও অনেকে।
পরে ৩০ জন রোগীর হাতে (প্রতি জনকে) ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন ইউএনও অমিত রায় ও অতিথি বৃন্দ।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, এসব গরীব অসহায় রোগী সমাজসেবা অধিদপ্তরে ইতিপূর্বে আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (২৯ আগষ্ট) উপজেলার ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে (প্রতি জন) মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।