নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। রবিবার ভোর রাতের কোন এক সময় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে করে অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে। এছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। এতে করে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন।
থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন বলেন, বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলাতেও দলমত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।
আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী বাহিনীরা এই শান্ত জনপথকে নতুন করে অশান্ত করতে চাচ্ছেন। কিন্তু আমরা জিয়ার সৈনিকরা কুচক্রী মহলের সেই মিথ্যে স্বপ্ন কখনোও সত্যি হতে দিবোনা। আমি আশাবাদী আইন-শৃঙ্খলা বাহিনীরা সেই সব সন্ত্রাসী নামক দুর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করবেন। আর তাদের খুঁজে বের করতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করবো।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগ কিংবা মামলা পেলে তা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।