সরাইল থানা পুলিশের কার্যক্রম শুরু, ফিরছে মানুষের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ন
সরাইল থানা পুলিশের কার্যক্রম শুরু, ফিরছে মানুষের স্বস্তি

 ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় সেনাবাহিনীর পাহারায় চলছে পুলিশিং কার্যক্রম।থানা পুলিশের কার্যক্রম শুরু, ফিরছে মানুষের মাঝে স্বস্তি । কোটা সংস্কার আন্দোলনের পর হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের  পর চালু হয়েছে সরাইল থানা পুলিশের কার্যক্রম। আজ ১২ আগস্ট সোমবার সকালে  পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।


সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.সোহাগ রানা জানান,আজ থেকেই সরাইল থানার কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনীর সাথে যৌথ টহল চলমান। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করতে শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।