ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।
তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।