প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর করা হয়।
বিস্তারিত আসছে...
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন— “কসাইটুলীর ওই ভবনের রেলিং ধসে ঘটনাস্থলেই তিনজন
রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পের প্রভাবেই একটি পাঁচ তলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পরই এ ঘটনা ঘটে। ভবনের অংশ বিশেষ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এলাকাজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে এ আনুষ্ঠানিকতা পালন করা হয়। দিবসের কর্মসূচি দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া এ ভূমিকম্পে রাজধানীর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির শক্তি ছিল ৫ দশমিক ৫ মাত্রা। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী। হঠাৎ ভূকম্পন শুরু হলে ঢাকার মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, উত্তরা, গুলশানসহ বিভিন্ন এলাকায় লোকজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে
আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহে (এই উইকে) সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে