প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর করা হয়।
বিস্তারিত আসছে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সোমবার (২৪ নভেম্বর) এই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকেরা অংশগ্রহণ করেন। বৈঠকের মূল উদ্দেশ্য হলো সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে
সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি সূত্র জানায়, ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রধান উপদেষ্টা
জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারই চূড়ান্ত কর্তৃপক্ষ—এ কথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত রায়ে আদালত উল্লেখ করেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত এসব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা কোনোভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকতে পারে না। ২০১৮ সালে সরকার একটি সার্কুলার জারি করে জীবনের জন্য গুরুত্বপূর্ণ ১১৭টি ওষুধ বাদে অন্যান্য সব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে সারাদেশে এনআইডি সংশোধন সেবা বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসি সূত্র। ইসি’র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেন। ড. ইউনূস বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দেশের নির্বাচন প্রক্রিয়াকে