ডাকাত ধরতে শ্রমিক বেশে পুলিশ, অত:পর ...

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২২শে জুন ২০২৪ ১০:০১ অপরাহ্ন
ডাকাত ধরতে শ্রমিক বেশে পুলিশ, অত:পর ...

শ্রমিকের ছদ্মবেশে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (২২ জুন) দুপুরে দ্বিপ্ত কর্মকার (২৮) নামে তাকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।


পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, ২০২৩ সালের অক্টোবরে বাউফল থানায় দায়েরকৃত দুটি পৃথক ডাকাতির মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি ও পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের নির্দেশে দ্বিপ্ত কর্মকারকে গ্রেপ্তার করা হয়।


তিনি আরও জানান, দ্বিপ্ত কর্মকারের গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রামে একটি মুড়ির কারখানা রয়েছে। বাউফল থানার কনেস্টবল দুলাল তিনদিন আগে ছদ্মবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেয়।


এরপর তথ্য উপাত্ত যাচাই বাচাই করে নিশ্চিত হওয়ার পরে ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।