সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শুক্রবার ২২শে অক্টোবর ২০২১ ০৫:৪০ অপরাহ্ন
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে  সাম্প্রদায়িতক সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে । পিরোজপুরে শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে  শুক্রবার (২২ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের কলেজ রোডে   এ মানববন্ধনের  আয়োজন করা হয়।


এতে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, জেলা ইমাম সমিতির সভাপতি মীর মোঃ ফারুক আব্দুল্লাহ, স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্পৃতির দেশ। তাই যারা সাম্প্রদায়িত সহিংসতা ছড়িয়ে এই সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।


উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানের মন্দিরে  সাম্প্রদায়িক সহিংসতা হয়। ওই হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবীতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।