সাভারে কাউন্সিলরের সহযোগী পরিচয়ে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৮:০১ অপরাহ্ন
সাভারে কাউন্সিলরের সহযোগী পরিচয়ে চাঁদা দাবি

সাভারে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীর ভেকুর চাবি নিয়ে কাজ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে বাকি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত বাকি কাউন্সিলর রমজানের সহযোগী বলে জানা গেছে।


রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের নামা বাজার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজরা খুব প্রভাবশালী হওয়ায় কোথাও কোন অভিযোগ দায়েরের সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা।


অভিযুক্ত বাকি মিয়া ওই এলাকার বেঁদে পল্লির বাসিন্দা। তিনি স্থানীয় কাউন্সিলের সহযোগী বলে জানা গেছে।


ভুক্তভোগী মুকুল জানায়, গত কয়েক মাস আগে পৌরসভার বাঁশপট্টি এলাকার সোহাগের কাছ থেকে ৩ শতাংশ জমি কেনেন স্থানীয় কাউন্সিলর রমজান। সেই জমিটি আগে থেকেই ভাড়া নিয়ে আমি বালির ব্যবসা করছিলাম। জমিতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার বালু চাঁদপুর থেকে এনে মজুদ রাখি। সোহাগ বালু ছাড়া শুধু জমি বিক্রি করলেও ওই বালু আমাদের নিতে দিচ্ছেন না। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর থেকে আমাদের কাজ একেবারেই বন্ধ করে দিয়েছে। আমরা কাজ করার চেষ্টা করলে বাকি নামের ওই ব্যক্তি এসে ভেকুর চাবি নিয়ে নেয় এবং বলে কাউন্সিলর রমজানের অফিস থেকে চাবি নিয়ে আসতে।


এব্যাপারে অভিযুক্ত বাকি বলেন, আমি ভেকুর চাবি নেই নি এমনকি কোন টাকাও দাবি করি নি। তারা মিথ্যা কথা বলেছে। ঘটনা হলো ওই জমি আমরা কিনে নিয়েছি। সেখানে তাদেরও কিছু বালু ছিল। জমি কেনার পর আমারাও সেখানে বালু ফেলেছি। কিন্তু তারা আমাদের না জানিয়ে সেখানকার বালু ভেকু দিয়ে উত্তোলন করছিল। তারা আমাদের জানিয়ে তাদের বালু তারা নিয়ে যাবে তাতে আমাদের সমস্যা নাই।


জমি বিক্রেতা আসাদুজ্জামান সোহাগ বলেন, ওই জমি আগে আমি মুকুলকে ভাড়া দিয়েছি। এখনও তার ভাড়ার মেয়াদ আছে। আমি বালুসহ জমি বিক্রি করি নি। তাছাড়া জমি এখনও রেজিষ্টেশন করা হয় নি।


এব্যাপারে কাউন্সিলর রমজান বলেন, এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসেনি। তাদের আমাদের সাথে বসতে বলেন। বিষয়টি সমাধান করা হবে।