বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২২শে অক্টোবর ২০২১ ০৫:২৭ অপরাহ্ন
বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই স্লোগানে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে বরিশালজেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


মালিক-শ্রমিক সমিতির সদস্যদের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক আহম্মদ, জেলা পুলিশের অতিরিক্ত সুপার  শাহজাহান, বরিশাল মেট্রোপুলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) শেখ মোঃ সেলিম বিপিএম (বার),সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহামেদ খান, বিআরটিএ বরিশালের উপ-পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলম।


এরআগে শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর শুভ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।