ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১২ই মে ২০২৪ ০৭:৪৪ অপরাহ্ন
ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উপলক্ষে ১২ মে বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র স্টাফ নার্স ও সুপারভাইজার বিউটি বেগম। সিনিয়র স্টাফ নার্স তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস। 


বিশেষ অতিথি হিসেবে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহুরুল ইসলাম, ডাঃ মাহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নার্স শাপলা আক্তার, মনি আক্তার সুবর্ণা রানী, মিডওয়াইফ নীলা খাতুন বক্তব্য রাখেন। 


৫মে মিডওয়াইফ দিবস হলেও ১২ মে একই দিনে নার্সেস ডে ও মিডওয়াইফ ডে এর কেক কেটে দিবস যদি পালন করা হয়। 


উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন - "আমাদের নার্স, আমাদের সব ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি।"এই প্রতিপাদ্য বাস্তবায়নের মধ্য দিয়ে নার্সিং সেবা শুধু দেশে নয়, বিদেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।