মাদকমুক্ত এলাকা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে: বিওপির কমান্ডার

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: রবিবার ৩০শে জুলাই ২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন
মাদকমুক্ত এলাকা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে: বিওপির কমান্ডার

মাদক যুবক ছেলে-মেয়েদের জীবন ধ্বংস করে দিচ্ছে।এই মাদকের কালো ছোবল থেকে আপনার আমার সবার সন্তানকে রক্ষা করতে হবে। মাদক রোধ করা বিজিবির একার পক্ষে সম্ভব নয়,মাদকমুক্ত এলাকা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। 


রোববার সকাল ১০ টায় জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত ঘেষাঁ আটাপাড়া বিজিবি ক্যাম্পের আটাপাড়া রেলগেট এলাকায় জনসাধারণের মাঝে মাদকের কুফল বিয়ষক লিফলেট ও মতবিনিময় সভায় আটাপাড়া বিওপির কমান্ডার অসীম কুমার উপরোক্ত কথাগুলো বলেন।


মতবিনিময় সভায় আ,লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ এনামুল হক,সানোয়ার হোসেন, আটাপাড়া বাজার কমিটির সভাপতি আবুল কালাম হোসেন ও মাজার মসজিদের ইমাম/মোয়াজ্জেমসহ এলাকার সাধারণ লোকজনরা উপস্থিত ছিলেন।


 এর আগে পথচারী,বাস ও ভ্যান যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাদকের কুফল বিয়ষক লিফলেট বিতরণ করা হয়।