গাংনীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: শনিবার ২২শে জুলাই ২০২৩ ০৭:৪০ অপরাহ্ন
গাংনীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে আকাশ (২১) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।  

গতরাতে (২১শে জুলাই শুক্রবার) আনুমানিক সাড়ে ১২টার দিকে বিষধর একটি সাপে কামড় দেয় আকাশকে। ঝাড়ফুঁক দিয়ে কাজ নাহলে পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


কলেজ ছাত্র আকাশ করমদী গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় করমদী ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।


আকাশের পারিবারিক সূত্র জানায়, রাতে আকাশ বসতঘরে তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত ১২টার দিকে সাপের কামড় অনুভব করে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ওঝাঁ (কবিরাজ) ডেকে নিয়ে এসে রাতভর ঝাড়ফুঁক দিয়ে কোনে কাজ না হলে পরদিন সকালে (২২শে জুলাই শনিবার) কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।


স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, সাপের কামড়ে  আমার ৭নং ওয়ার্ডের কুমার পাড়ার আকাশ নামের একটি ছেলে মারা গেছে; সে কলেজে লেখাপড়া করছিল। বিষয়টি খুবই দুঃখজনক। 


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।