প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ২:২০
টাঙ্গাইলের ভূঞাপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ১৬৫ তম নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলার ভূঞাপুর বাজার তরফদার বিল্ডিংয়ে এই নতুন শাখাটির উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ অঞ্চল পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সরকার, টাঙ্গাইল অঞ্চল পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ মজিদ মিঞা প্রমুখ।