ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২৩শে জুলাই ২০২৩ ০৬:২২ অপরাহ্ন
ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।


রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।